প্রতিষ্ঠাকাল:১৯৩৯
EIIN: 110227
কাদিরপুর সুন্দর, মঙ্গঁল নাথ উচ্চ বিদ্যালয় পোঃ কদমচাল, উপজেলা: অষ্টগ্রাম, জেলা: কিশোরগঞ্জ। * অবস্থান: কাদিরপুর সুন্দর, মঙ্গল নাথ উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম, উপজেলার হাওর অঞ্চলে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানটির পশ্চিমে মিঠামইন উপজেলা, পূর্বে হবিগঞ্জজেলাধীন বানিয়াচং উপজেলা উত্তর দিকে হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলা ও দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা সদর অবস্থিত। অষ্টগ্রাম উপজেলা সদর থেকে স্কুলটির দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। * প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠালগ্ন: কাদিরপুর সুন্দর, মঙ্গল নাথ উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন সহোদর দুই ভাই। এই দুই হিন্দু ভদ্রলোক কাদিরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। এবং তারা ছিলেন অত্র এলাকার জমিদার পরিবারের লোকজন। একজনের নাম ছিল শ্রী সুন্দর নাথ চৌধুরী, অপর জন ছিলেন শ্রী মঙ্গল নাথ চৌধুরী। স্কুলটির নামকরন করা হয় তাদের নামের আদি অক্ষর নিয়ে। অর্থাৎ শ্রী সুন্দর নাথ চৌধুরীর আদি অক্ষর এস এবং শ্রী মঙ্গল নাথ চৌধুরীর আদি অক্ষর এম নিয়ে স্কুলের নামটি রাখা হয়েছিল। এস. এম এর পরে যে নাথ শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো তাদের বংশ মর্যাদা বা বংশ পরিচয়। ১৯৩৯ ইং সালে ব্রিটিশামলে স্কলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটির সূচনালগ্নে এইটির নাম ছিল কাদিরপুর মিডল ইংলিশ স্কুল। স্কুলটির মোট ভূমির পরিমান ৭.৯২ একর। * যোগাযোগ: কাদিরপুর গ্রামটি হাওর এলাকায় অবস্থিত বিধায় এর সাথে দেশের যেকোন অঞ্চলের সাথে যোগাযোগ করা অত্যন্ত জটিল। উপজেলা সদর, জেলা সদরের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হলো নৌকা ও লঞ্চ। তা-ও আবার এ যানবাহন অপ্রতুল। যখন তখন পাওয়া মুশকিল। শুষ্ক মৌসুমে যোগাযোগ কিছুটা উন্নতি হয়েছে ভাটি অঞ্চলে। কিন্তু সড়কপথে যাত্রা করলেও, যাত্রাপথে কখনও নৌকা, কখনও অটোরিকসা, কখনও মটরসাইকেল, কখনও আবার সি.এন.জির মাধ্যমে যোগাযোগ করতে হয় শহরের সাথে। স্কুলটির পূর্ব পাশে অবস্থিত বানিয়াচং উপজেলা। স্কুলের পূর্ব পাশের সীমানা ঘেসে বয়ে গেছে বানিয়াচংয়ের একটি খাল। খালটি পার হলেই হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ শহরে যেতে হলে একই অবস্থার সম্মুখীন হতে হয় যোগাযোগের ক্ষেত্রে। অর্থাৎ হবিগঞ্জ জেলা শহরে যেতে হলেও নৌকা, ট্রলি, কিংবা সিএসজির মাধ্যমে যেতে হয়। * শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ: প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান হলেও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। সবুজ বৃক্ষের ছায়াঘেরা পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানটি দাড়িয়ে আছে। স্কুলে অবস্থান করলে বুঝা যাবেনা এইটি একটি হাওর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। কেননা বিদ্যাপিঠে রয়েছে ৪ টি বিশাল বিশাল ভবন, খেলাধুলা করার জন্য একটি প্রকান্ড মাঠ। স্কুল শুরু হবার আগে এবং ছুটির পরে মাঠটিতে বিভিন্ন রকমের খেলাধুলা সংঘটিত হয়। মাঠটিতে শুধু স্কুলের শিক্ষার্থীরাই খেলাধূলায় অংশগ্রহণ করে এমন নয় পাশাপাশি বিভিন্ন গ্রামের লোকজনও খেলাধুলায় অংশ গ্রহণের জন্য আগমন করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি ভবন রয়েছে তন্মধ্যে ১টি টিনসেড ভবন, ২টি একতলা ভবন, ১ টিতে কারিগরী বিভাগ, অন্যটি এখনো চালো হয় নি, ২ টি চারতলা ভবন, ১টিতে একাডেমিক কার্যক্রমও সম্পন্ন হয়। বাকি ১ টিতে উন্নয়ন মূলক কাজ চলতেছে।
শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে।
বিদ্যালয়ে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ পাঠদান করছেন। এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাব রয়েছে।
বিদ্যালয়ের ইআইআইএন (EIIN) নম্বর: 110227
প্রতিষ্ঠাকাল: 1939
অবস্থান: কাদিরপুর, অষ্টগ্রাম ,কিশোরগঞ্জ, ঢাকা
প্রধান শিক্ষক
এম,এ,এম,এড
সহকারী প্রধান শিক্ষক (ইংরেজি)
বি,এ,বি,এড
সহকারী শিক্ষক (ইসলাম)
এম,এম,এম,এফ
সহকারী শিক্ষক(বাংলা)
বি,এ,বি,এড
সহকারী শিক্ষক (বিজনেস স্টার্ডি)
এম,বিএ,বিএড
সহকারী শিক্ষিক(কৃষি)
এম,বিএ
সহকারী শিক্ষক(ইংরেজি)
বি,এ অনার্স,এম, এ(ইংরেজি)
সহকারী শিক্ষক (বাংলা)
এম.এ
ট্রেড ইন্সটাক্টর জে ই ওয়াকার্স
অনার্স
সহকারী শিক্ষক (বিএ অনার্স,এমএ ইংরেজি)
সেসিপ
সহকারী শিক্ষক (খন্ডকালীন ) বিবিএ
নিম্নমান সহকারী কাম হিসাব সহকারী
বর্তমান শিক্ষার্থী সংখ্যা: 1200+
পুরাতন শিক্ষার্থী সংখ্যা: 50000+
📞 মোবাইল:+880 1710-078479
🏫 ঠিকানা:কাদিরপুর, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা
✉️ ইমেইল:kpsmnhs@hotmail.com